Oath of Indian Constitution : ভারতীয় সংবিধান অনুসারে এদেশে বিভিন্ন উচ্চপদস্থ ব্যাক্তিরা শপথ গ্রহণ করে থাকেন বিভিন্ন সময়ে অন্য কোন উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা। যেই প্রক্রিয়ায় নির্দিষ্ট ব্যক্তিরা তাদের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত দায়িত্ব পালনের জন্য শপথ বাক্য পাঠ করে থাকেন। আর সেই সমস্ত শপথ বাক্য পাঠের মধ্যে উঠে আছে নানারকম প্রশ্ন।
যেমন ধরুন – “সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে কে শপথ বাক্য পাঠ করান?”, “হাইকোর্টের বিচারপতি কে কে শপথ বাক্য পাঠ করান’,”উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে?”, “মুখ্যমন্ত্রী কার কাছে শপথ বাক্য পাঠ করেন” ভারতের রাষ্ট্রপতি কে কে শপথ বাক্য পাঠ করান? ইত্যাদি ।
এই সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন সময়ে নানা রকম চাকরির পরীক্ষায় এসেছে এছাড়াও এসেছে নানারকম প্রতিযোগিতামূলক পরীক্ষায়। মূলত সেই সমস্ত কথা মাথায় রেখেই আজকে “সফলতার দিশারী” আপনাদের সবার জন্য নিয়ে চলে এসেছে, শপথ বাক্য পাঠ তালিকা PDF । যেই তালিকার মধ্যে ওপরে উল্লেখিত সমস্ত শপথ বাক্য তালিকার হিসেবে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে লোকপাল, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনার ইত্যাদি উচ্চপদস্থ ব্যাক্তিদেরও শপথ বাক্যকে পাঠ করান তার তালিকা অন্তর্ভুক্ত রয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার পিডিএফটি আমরা আপনাদের জন্য “একদম বিনামূল্যে নিয়ে চলে এসেছি”। যেটা আপনাদের নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে। আপনারা যদি এরকমই আরো নিত্য নতুন নানা ধরনের শিক্ষামূলক কনটেন্ট বা পোস্ট প্রতিদিন নিজের মোবাইল ফোনে সবার আগে পেতে চান। তাহলে অবশ্যই ভিজিট করুন www.disari.in । এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারেন যেখানেও আমরা এই সমস্ত শিক্ষামূলক পোস্ট গুলির আপডেট প্রতিনিয়ত শেয়ার করে থাকি।
Oath of Indian Constitution
পদ | শপথ বাক্য পাঠ করান |
---|---|
রাষ্ট্রপতি | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি |
উপরাষ্ট্রপতি | রাষ্ট্রপতি |
প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি |
অন্যান্য মন্ত্রী | রাষ্ট্রপতি |
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি | রাষ্ট্রপতি |
রাজ্যপাল | ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি |
লোকসভার স্পিকার | রাষ্ট্রপতি |
মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
মুখ্য নির্বাচন কমিশনার | রাষ্ট্রপতি |
অ্যাটর্নি জেনারেল | রাষ্ট্রপতি |
পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
প্ল্যানিং কমিশনের সদস্য | প্রধানমন্ত্রী |
RBI গভর্নর | রাষ্ট্রপতি |
হাইকোর্টের প্রধান বিচারপতি | রাজ্যপাল |
অ্যাডভোকেট জেনারেল | রাজ্যপাল |
হাইকোর্টের অন্যান্য বিচারপতি | রাজ্যপাল |
এমএলএ | রাজ্যপাল |
লোকসভা ডেপুটি স্পিকার | রাষ্ট্রপতি |
কম্পট্রোলার ও অডিটর জেনারেল | রাষ্ট্রপতি |
MP | রাষ্ট্রপতি |
সলিসিটর জেনারেল | রাষ্ট্রপতি |
CAG | রাষ্ট্রপতি |
Read More : ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড pdf