অর্জুন পুরস্কার : নমস্কার বন্ধুরা, আজকে ‘সফলতার দিশারী’ নিয়ে এসেছে অর্জুন পুরস্কার 2023 তালিকা । যেখানে ২০২৩ সালের সমস্ত অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকা আপনাদের সামনে খুব সুন্দর ভাবে টেবিল আকারে তুলে ধরা হয়েছে।
এই অর্জুন পুরস্কার থেকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইত্যাদিতে প্রশ্ন থাকে যে, 2023 সালে কে অর্জুন পুরস্কার পেয়েছিল ? মহম্মদ শামি কোন বিষয়ে অর্জুন পুরস্কারে ভূষিত হন ? অদিতি গোপিচাঁদ স্বামী কেন অর্জুন পুরস্কার পান ? ইত্যাদি। মূলত সেই সমস্ত কারণের জন্যই আমরা এই প্রতিবেদনে 2023 সালের সমস্ত অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকা আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি।
Read More : অর্জুন পুরস্কার 2024 তালিকা
যেটা আগত সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এবং নানা ধরনের স্কুল কলেজ স্তরের পরীক্ষাতে আপনাদের অনলাইনে প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করবে। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই পড়বেন। এছাড়াও আপনারা অবশ্যই ফলো করি আমাদের পাশে থাকবেন, আপনারা ফলো করি পাশে দাঁড়ালে আমরা আরো নিত্যনতুন এরকমই কনটেন্ট বানানোর অনুপ্রেরণা পাই।
এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন যেখানেও আমরা এরকমই নিত্য নতুন কনটেন্ট প্রতিনিয়ত শেয়ার করে থাকি।
অর্জুন পুরস্কার 2023
অর্জুন পুরস্কার প্রাপক | কোন ক্ষেত্র |
---|---|
এস বৈশালী | দাবা |
ওজস প্রবীণ দেওতালে | তীরন্দাজ |
অদিতি গোপীচাঁদ স্বামী | তীরন্দাজ |
শ্রী শংকর এম | অ্যাথলেটিক্স |
পারুল চৌধুরী | অ্যাথলেটিক্স |
মহম্মদ সামি | ক্রিকেট |
বিশেষ দীক্ষা জাগর | গল্ফ |
পুখরম্বম সুশীলা চানু | হকি |
ঋতু নেগি | কাবাডি |
পিংকি | লন বোলস |
আনুস আগারওয়াল | অশ্বারোহী |
ঐশ্বরী প্রতাপ সিং তোমর | শুটিং |
এশা সিং | শুটিং |
নাসরিন | খো-খো |
কৃষাণ বাহাদুর পাঠক | হকি |
পুখরম্বম সুশীলা চানু | হকি |
দিব্যকৃতি সিং | অশ্বারোহী পোশাক |
মহম্মদ হুসামুদ্দিন | বক্সিং |
প্রাচি যাদব | প্যারা ক্যানোরিং |
শীতল দেবী | প্যারা আর্চারি |
ইলুরি অজয় কুমার রেড্ডি | অন্ধ ক্রিকেট |
নত্তরেম রোশিবিনা দেবী | উশু |
অ্যান্টিম | কুস্তি |
সুনীল কুমার | কুস্তি |
আয়হিকা মুখার্জী | টেবিল টেনিস |
হরিন্দর পাল সিং সান্ধু | স্কোয়াশ |
Read More : দাদাসাহেব ফালকে পুরস্কার 2024