আদিত্য L1 গুরুত্তপূর্ণ প্রশ্নোত্তর : Aditya L1 Question and Answer

আদিত্য L1 : আদিত্য L1 হল ভারতবর্ষের প্রথম সৌরযান, যেটা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা Indian Space Research Organisation (ISRO) এর তরফ থেকে তৈরি করা হয়েছিল। এই মহাকাশযানটি সূর্যের সম্পর্কে যাবতীয় সমস্ত রকম প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সেটাকে পৃথিবীতে পৌঁছে দিতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

WhatsApp Community Join Now
Telegram Channel Join Now
..

এটি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইসরো এর একটি অনেক বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং যেটা ইসরোর সমস্ত বিজ্ঞানীদের কাছেও একটি বিশেষ প্রাপ্তি। কেননা ভারতী প্রথম সূর্যের এত কাছে সূর্যের সমস্ত রকম রহস্য উদঘাটন এবং সেগুলির গবেষণা করার জন্য মহাকাশযান পাঠিয়েছে এবং সেটা সফল হয়েছে, এই কাজ এখনো পর্যন্ত ভারতবর্ষ ছাড়া পৃথিবীর আর কোনো দেশ করে দেখাতে পারেনি।

Read More : বিভিন্ন ঐতিহাসিক পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠাতা তালিকা

এই আদিত্য L1 মহাকাশযানটি সূর্যের বায়ুমণ্ডল, সৌর বায়ু এবং অন্যান্য প্রয়োজনে সমস্ত রকম বৈশিষ্ট্য তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে এছাড়াও এটি সূর্য থেকে আসা রেডিয়েশন তথা বিকিরণ, সৌর বায়ু এবং অন্যান্য শহরেলের আচরণের উপর গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং গবেষণা করবে। এছাড়াও আশা করা হচ্ছে এই নতুন সৌর মিশনের মাধ্যমে সূর্যের চারপাশে মহাকাশে প্রভাবশালী যে বলের প্রভাব এবং পৃথিবীর বায়ুমণ্ডল সহ অন্যান্য মহাজগতি ঘটনার সম্পর্কিত অনেক অজানা তথ্য এর রহস্য উদঘাটন করা সম্ভব হবেই।

Read More : ভারতের প্রাচীন ও মধ্যযুগের রাজবংশের তালিকা 

এই নতুন শোরুম মিশনটি ভারতবর্ষের এক নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হবে এবং যার মাধ্যমে ভারতীয় বিজ্ঞানীদের সক্ষমতা আন্তর্জাতিক মহাকাশ গবেষণার বাজারে আরও বেশি উচ্চতর স্থানে পৌঁছবে। এই মহাকাশযানটি ভারতবর্ষের সোলার রিসার্চ স্যাটেলাইট এর ক্ষমতা সম্পন্ন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এবং এটি সূর্যের কাছে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পড় উৎক্ষেপিত হবে এবং সেখানে সূর্য এবং পৃথিবীর মধ্যে এক ধরনের নির্দিষ্ট ভারসাম্যরক্ষিত করবে, যেটার নাম দেওয়া হয়েছে লাগরাঞ্জ পয়েন্ট 1 বা L1 ।

এই পয়েন্টটি এমন একটি স্থান, যেখানে এই আদিত্য মহাকাশযানটি সূর্যের রশ্মি এবং পৃথিবীর আকর্ষণ বলের মধ্যে এক ধরনের ভারসাম্য স্থাপন করতে পারবে, যার ফলে এটি সূর্য এবং পৃথিবী থেকে আসা বিভিন্ন রকম তথ্য সংগ্রহে দক্ষতা প্রদর্শন করবে। এই স্থানটি মহাকাশযানটির জন্য অতি গুরুত্বপূর্ণ কেননা এটি এই আদিত্য L1 মহাকাশযানটিকে সূর্য থেকে সরাসরি তথ্যচন্দ্রের সুযোগ করে দেবে এবং যেটা পৃথিবী থেকে সূর্যের দিকে পাঠানো তথ্যের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে।

এই মহাকাশযানটিকে সূর্যের এত কাছে উৎক্ষেপণ করার পেছনে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান উদ্দেশ্য হল – সূর্যের অতিরিক্ত তাপমাত্রা, সৌর বাতাস, সূর্যের উজ্জ্বলতা ইত্যাদি বিভিন্ন রকম পরিবর্তনগুলি সম্বন্ধে বিশদ তথ্য সংগ্রহ করে সেটাকে পৃথিবীতে পাঠানো।

Read More : দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 PDF

এই মহাকাশযানটির মাধ্যমে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা সৌর বায়ু সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা করতে পারবেন, যেটা পৃথিবীর বায়ুমন্ডলে প্রভাব ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিশেষত সৌরঝড় এবং সৌর বায়ুর উপর এর প্রভাব পড়বে সব থেকে বেশি। এই গবেষণা ভবিষ্যতে পৃথিবীর আবহাওয়া এবং প্রযুক্তির ওপর সৌর রশ্মির প্রভাব কেমন হতে পারে সেটা অগ্রিম জানার ক্ষেত্রেও অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আদিত্য L1

1.আদিত্য শব্দের অর্থ কী ?
উত্তর : সূর্য।

2.আদিত্য L1 মিশন কী ?
উত্তর : সৌর মিশন।

3.আদিত্য L1 এর বাজেট কত টাকা ছিল ?
উত্তর : প্রায় 400 কোটি টাকা।

4.আদিত্য L1 এর পুরো কথাটি কী ?
উত্তর : Aditya Lagrangian Point 1 ।

5.কোন মহাকাশ গবেষণা সংস্থাটি Aditya L1 লঞ্চ করলো ?
উত্তর : ইসরো ।

6.আদিত্য L1 কবে লঞ্চ করা হলো ?
উত্তর : 02.09.2023 তারিখে সকাল 11:50 মিনিট।

7.কোথা থেকে লঞ্চ করা হলো আদিত্য L1 ?
উত্তর : অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র।

8.Aditya L1 এর Principal Scientist কে ?
উত্তর : Dr Sankara Subramaniam K ।

9.লাগারঞ্জ পয়েন্ট পৌঁছতে কত দিন সময় লাগবে এই মহাকাশযানটির ?
উত্তর : 125 দিন।

10.কোন রকেটের মাধ্যমে ভারতের প্রথম সূর্য যান্ত্রিক সফলভাবে উৎক্ষেপণ করল ?
উত্তর : PSLV C57 ।

11.Aditya L1 মিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল ?
উত্তর : সূর্যের করোনা অংশের গতিবিধি, ও মহাকাশ এবং পৃথিবীতে তার প্রভাব সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেটাকে ISRO অফিসে পাঠানো।

12.এই নতুন সৌর মিশন টি কোন সংস্থা পরিচালনা করছে ?
উত্তর : Indian Space Research Organisation (ISRO) ।

13.আদিত্য L1 মিশনে মোট কতগুলি বৈজ্ঞানিক যন্ত্র কাজ করছে ?
উত্তর : মোট 7টি যন্ত্র, সেগুলি হল – VELC, SUIT, ADPEX, PAPA, SoLEXS, HEL1OS ও ম্যাগনেটোমিটার।

14.পৃথিবীতে প্রতিদিন মোট কতগুলি করে ফটো পাঠাতে পারে VELC ?
উত্তর : 1440টি ফটো।

15.পৃথিবী ও সূর্যের মধ্যে কতগুলি লাগারঞ্জ পয়েন্ট রয়েছে ?
উত্তর : 5টি পয়েন্ট।

16.এই সৌরযানটির ওজন কত রয়েছে ?
উত্তর : 1475 কিলোগ্রাম।

17.কবে থেকে Aditya L1 এর ধারণা করা হয়েছে ?
উত্তর : 2008 সাল।

18.মোট কতগুলি লাগারঞ্জ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে ?
উত্তর : 1772 টি পয়েন্ট।

19.L1 পয়েন্টে পৌঁছানোর আগে প্রাথমিকভাবে কোন অরবিটে আদিত্যকে রাখা হয়েছে ?
উত্তর : Low Earth Orbit ।

20.পৃথিবী থেকে Largragian Point 1 কত দূরে অবস্থিত ?
উত্তর : 1.5 মিলিয়ন কিলোমিটার।

21.কোন কক্ষপথে আদিত্যকে রাখা হয়েছে ?
উত্তর : Halo Orbit ।

22.এই আদিত্য L1 ভারতের কততম সৌর মিশন ?
উত্তর : প্রথম সৌর মিশন।

23.আদিত্য L1 এর কন্ট্রোল সিস্টেমের প্রজেক্ট ম্যানেজার কে ছিলেন?
উত্তর : গায়ত্রী মালহোত্রা।

24.এই সৌর মিশন টির মোট পরিকল্পিত সময়কাল কত ?
উত্তর : 5.2 বছর।

25.PSPV এর পুরো কথাটি কি ?
উত্তর : Polar Satellite Launch Vehicle ।

26.কত সালে লাগারঞ্জ পয়েন্ট আবিষ্কৃত হয়েছিল ?
উত্তর : 1772 সাল।

27.কোন গণিতবিদদের নাম অনুসারে এই লাগারঞ্জ পয়েন্ট এর নামকরণ করা হয় ?
উত্তর : Josephy Louis Lagrange ।

Read More : দাদাসাহেব ফালকে পুরস্কার 2023 PDF

Hello, I am S Mondal. I am working as a Bengali Senior Content Writer & Owner in সফলতার দিশারী" and Edusucess.com Website. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us

Sharing Is Caring:

Leave a Comment