প্রাচীন ও মধ্যযুগের রাজবংশের তালিকা : আজকে সফলতা দিশারী নিয়ে এসেছে “প্রাচীন মধ্যযুগের রাজবংশের তালিকা” এর একটি বিস্তারিত বিবরণের বিশেষ কিছু প্রশ্ন সমূহ। কেননা মধ্যযুগে ভারতীয় রাজবংশগুলোর মধ্যে ছিল রাজপুত বংশ, যারা উত্তর এবং পশ্চিম ভারতে শাসন করেছিল।
এই বংশের মধ্যে কিছু বিখ্যাত রাজা ছিলেন রাজা সুরজমল এবং রাজা হরি সিং। রাজপুত বংশের রাজারা তাদের সাহসিকতা এবং যুদ্ধকৌশলের জন্য বিখ্যাত ছিলেন। তারা গাঁথা, সংস্কৃতি, এবং ধর্মীয় বিশ্বাসে একটি নতুন দিশা প্রদান করেছিলেন। পাল বংশ ও একটি প্রাচীন রাজবংশ, যাদের শাসনকাল ছিল ৮ম থেকে ১২শতাব্দী পর্যন্ত।
ধর্ম পাল ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাল বংশের শাসনকালে পূর্ব ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় জগত ব্যাপকভাবে উন্নত হয়। শিব বংশ এর শাসনও ছিল গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের শাসনকালে দক্ষিণ ভারতী ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ ঘটে।
Read More : বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও তার ব্যবহার
এছাড়া চোল বংশ ও দক্ষিণ ভারতে রাজত্ব করেছিল, যারা সমুদ্র বাণিজ্যে শক্তিশালী ছিল। তারা ব্যাপকভাবে ধর্মীয় স্থাপত্য এবং সামরিক কৌশল উন্নয়ন করেছিল। হর্ষবর্ধন বংশের শাসক হর্ষবর্ধন ছিলেন একজন বিশিষ্ট সম্রাট, যিনি ভারতের ইতিহাসে বিশেষভাবে সম্মানিত। তিনি ৬শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের উত্তর অংশ শাসন করেন এবং তার শাসনকালে ভারতীয় সভ্যতার উন্নতি ঘটে। {প্রাচীন ও মধ্যযুগের রাজবংশের তালিকা}
এছাড়া, সোমবংশ এবং হেলার রাজবংশ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ রাজবংশের শাসন ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।প্রতিহার বংশ, শিশুনাগ বংশ, গোলকুন্ডা বংশ এবং মুঘল বংশও ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন একজন বিশিষ্ট সম্রাট এবং তার পুত্র আকবর ছিলেন একজন শক্তিশালী শাসক, যিনি ধর্মীয় সহিষ্ণুতা এবং সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন।
এই সকল রাজবংশের শাসন ভারতীয় ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে গড়ে উঠেছে, এবং তাদের প্রভাব আজও ভারতের সমাজ ও সংস্কৃতিতে দৃশ্যমান। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা অবশ্যই পড়বেন এবং ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন disari.in কে। কেননা আপনারা ফলো করে পাশে থাকলেই আমরা আরও এরকমই নিত্য নতুন কনটেন্ট বানানোর অনুপ্রেরণা পাই। এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপেও যায় না থাকতে পারেন যেকোনো আমরা নিত্যনতুন এরকমই পোস্ট প্রতিনিয়ত শেয়ার করে থাকি।
Read More : বিভিন্ন ঐতিহাসিক পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠাতা তালিকা
প্রাচীন ও মধ্যযুগের রাজবংশের তালিকা
1.শিশুনাগ বংশের শেষ রাজার নাম কি ?
উত্তর : মহানন্দিন।
2.হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : বিম্বিসার।
3.নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : ধননন্দ।
4.শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : শিশুনাগ।
5.হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি ?
উত্তর : নাগ দশক।
6.হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?
উত্তর : অজাতশত্রু।
7.মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।
8.নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর : ধননন্দ।
9.নন্দ বংশের শেষ রাজার নাম কি ছিল ?
উত্তর : ধননন্দ।
10.নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : মহাপদ্মনন্দ।
11.মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর : অশোক।
12.মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উত্তর : বৃহদ্রথ ।
13.শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর : দেবভূতি।
14.শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : পুষ্যমিত্র শুঙ্গ।
15.গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর : সমুদ্রগুপ্ত।
16.গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : শ্রীগুপ্ত।
17.গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উত্তর : বিষ্ণু গুপ্ত।
18.কুষাণ মাংসের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর : বাসুদেব।
19.সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : সেতবান।
20.সাতবাহন বংশের শেষ রাজার নাম কি ?
উত্তর : যোগ্যশ্রী সাতকর্ণী।
21.সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণী।
22.কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর : কনিষ্ক।
23.কুষাণ বংশের শেষ রাজার নাম কি ছিল ?
উত্তর : বাসুদেব।
24.কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : প্রথম কদফিসেস।
25.রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উত্তর : তৃতীয় গোবিন্দ।
Read More : ১১৮টি মৌলের নাম ও সংকেত PDF
26.গুর্যর প্রতিহার বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর : প্রথম ভোজ।
27.পাণ্ডব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : কাদুনগ।
28.রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : দন্তিদুর্গ।
29.রাষ্ট্রকূট বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উত্তর : তৃতীয় কৃষ্ণ।
30.গুর্যর প্রতিহার বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর : রাজ্যপাল।
31.গুর্যর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : হরিচন্দ্র।
32.সেন বংশের শেষ রাজার নাম কি ছিল ?
উত্তর : কেশব সেন।
33.সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর : বিজয় সেন।
34.সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : কেশব সেন।
35.পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : গো পাল।
36.পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর : দেবপাল।
37.পাল বংশের শেষ রাজার নাম কি ছিল ?
উত্তর : গোবিন্দ পাল।
38.পুষ্যভুতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : প্রভাকর বর্ধন।
39.পুষ্যভুতি বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উত্তর : হর্ষবর্ধন।
40.পুষ্যভুতি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর : হর্ষবর্ধন।
Read More : বিভিন্ন ঐতিহাসিক পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠাতা তালিকা