ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF | Indian Various Mountain Highest Peaks

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ : নমস্কার বন্ধুরা, আজকে ‘সফলতার দিশারী‘ নিয়ে এসেছে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা । কেননা ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গগুলোর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য শৃঙ্গ রয়েছে, যেগুলি পৃথিবীর অন্যতম উঁচু পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত।

WhatsApp Community Join Now
Telegram Channel Join Now
..

প্রথমেই আসা যাক বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, যা ভারতের সীমান্তে অবস্থিত। এই পর্বতটি নেপাল এবং চীনের মধ্যে অবস্থিত হলেও এর পশ্চিমাংশ ভারতের সিকিম রাজ্যের কাছে অবস্থিত। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯,০৩২ ফুট)। ভারতের মধ্যে সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো K2 বা গডউইন অস্টিন, যা পাকিস্তানের সীমান্তে হলেও, এর কিছু অংশ ভারতের লাদাখ অঞ্চলের কাছে। ক২ পর্বতটির উচ্চতা ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট)।

Read More : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহরের পিন কোড নম্বর

আরেকটি গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ হলো কান্চনজঙ্ঘা, যা ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার (২৮,১৬২ ফুট) এবং এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত।

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তালিকা PDF | Indian Various Mountain Highest Peaks
ndian Various Mountain Highest Peaks

এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হিসেবেও পরিচিত। এছাড়া, লাদাখের সিয়াচেন গ্লেসিয়ার অঞ্চলে অবস্থিত সিয়াচেন পর্বত এবং পশ্চিমঘাটের অন্যতম শৃঙ্গ, আনাইমুদি পর্বত, যথাক্রমে ৭,৯২০ মিটার (২৬,০০০ ফুট) এবং ২,৬৮৬ মিটার (৮,৮১০ ফুট) উচ্চতায় অবস্থান করছে। সুতরাং, ফলো করে রাখতেই হচ্ছে disari.in অর্থাৎ সফলতার দিশারী কে ।

পর্বতের নাম সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা (মিটার)
আরাবল্লীগুরু শিখর1721
নাগা পাহাড়সারামতি3767
হিমালয়মাউন্ট এভারেস্ট  8848.86
দাক্ষিণাত্য/আনাইমালাইআনাইমুদি2686
নীলগিরিদোদাবেতা2647
অযোধ্যাগোর্গাবুরু1895
ছোটনাগপুরপরেশনাথ1330
আরাবল্লীগুরু শিখর1724
বাবাবুদানমুলানগিরি1170
সাতপুরাধূপগড়1488
পূর্বঘাট (মলয়াদ্রী)মহেন্দ্রগিরি1457
পূর্বাচল পাহাড়দাফাবুম4030
কারাকোরামগডউইন অস্টিন (K2)8411
মহাকালঅমরকন্টক1100
কোহিমাফাফডো1450
গারোনকরেক1361
মিকির পাহাড়ডামবুকচো
পশ্চিমঘাট (সহাদ্রী)আনাইমুদি2686
কুমায়নত্রিশূল7120
গাড়োয়ালনন্দাদেবী7816
সাতপুরা পর্বতধুপগড়1352
মিশমি পর্বতদাফাবুম4579
বিন্ধ পর্বতকালুমার শৃঙ্গ/সদ্ভাবনা শিখর752
জাসকার পর্বতকামেট7756
মিকির পাহাড়ডামবুকচো1363
ছোটনাগপুর মালভূমিপরেশনাথ1366
শিলং পাহাড়শিলং1961

Read More : বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা 

Hello, I am S Mondal. I am working as a Bengali Senior Content Writer & Owner in সফলতার দিশারী" and Edusucess.com Website. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us

Sharing Is Caring:

Leave a Comment