টি-টোয়েন্টি বিশ্বকাপ : নমস্কার বন্ধুরা, আজকে ‘সফলতার দিশারী’ নিয়ে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে।
2007 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টে, ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম আসরে ভারত পাকিস্তানকে ফাইনালে পরাজিত করে এবং এই জয়ে ভারত ক্রিকেটের একটি নতুন অধ্যায় শুরু হয়। পরবর্তী বছরগুলোতে, বিভিন্ন দল তাদের দক্ষতা এবং শক্তির পরিচয় দিয়েছে।
Read More : ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তিদের লেখা বই তালিকা
2009 সালে, পাকিস্তান শ্রীলঙ্কাকে পরাজিত করে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে। পরবর্তী কালে 2010 সালে, অস্ট্রেলিয়া এই শিরোপা অর্জন করে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের শক্তির পরিচয় দেয়। 2012 সালে, ওয়েস্ট ইন্ডিজ প্রমাণ করে যে তাদেরও টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ভূমিকা রয়েছে।

2014 সালে, শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়, যেখানে তারা ভারতকে হারিয়ে শিরোপা লাভ করে। 2016 সালে, ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বার শিরোপা জেতে এবং প্রথমবারের মতো নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা অর্জন করে, যখন তারা ইংল্যান্ড এর বিরুদ্ধে ফাইনালে জয়ী হয়।
Read More : ব্রিটিশ বিরোধী ভারতের বিদ্রোহ ও আন্দোলন তালিকা
তারপর একদম 5 বছর পর আয়োজিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। কেননা এর মাঝেই ভারতবর্ষ সহ গোটা বিশ্বে হারা দিয়েছিল করোনা মহামারী। 2021 সালে সেই বিশ্বকাপে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া এবং রানার্সআপ ছিল নিউজিল্যান্ড। তারপরে 2022 সালে ইংল্যান্ড বিজয়ী হয়। শেষবারের মতো 2024 সালে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সাউথ আফ্রিকাতে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এছাড়াও আরো নিত্যনতুন শিক্ষামূলক পোস্ট পেতে অবশ্য ভিজিট করুন disari.in । এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েনও থাকতে পারেন সেখানেও আমরা এরকম নিত্য নতুন কনটেন্ট প্রতিনিয়ত শেয়ার করে থাকি। {টি-টোয়েন্টি বিশ্বকাপ}
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন
সাল | আয়োজক দেশ | বিজয়ী দল | রানার্স আপ দল |
---|---|---|---|
2007 | সাউথ আফ্রিকা | ভারত | পাকিস্তান |
2009 | ইংল্যান্ড | পাকিস্তান | শ্রীলঙ্কা |
2010 | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া |
2012 | শ্রীলঙ্কা | ওয়েস্ট ইন্ডিজ | শ্রীলঙ্কা |
2014 | বাংলাদেশ | শ্রীলঙ্কা | ভারত |
2016 | ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
2021 | সংযুক্ত আরব আমিরাত ও ওমান | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
2022 | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | পাকিস্তান |
2024 | ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র | ভারত | সাউথ আফ্রিকা |
Read More : ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পত্রিকা ও সম্পাদক তালিকা