বিভিন্ন ভৌতরাশির পরিমাপক যন্ত্র : আজকে সফলতার দিশারী আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ভৌতরাশি ও তার পরিমাপক যন্ত্র এর তালিকা PDF । যেখানে বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র ও তাদের কাজ তালিকা রয়েছে।
ভৌতরাশির পরিমাপক যন্ত্র

এক নজরে
যেগুলি আপনাদের SSC GD, MTS সহ আরও বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রচুর সাহায্য করবে। List of Measuring Instruments
আরও পড়ুন : বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও তাদের উপাধিদাতা তালিকা
এছাড়াও এগুলি যেকোনো পরীক্ষাতে বিজ্ঞানের অংশ হিসেবে এখান থেকে প্রশ্ন আসে, যেমন ধরুন : বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি ? বৃষ্টিমাপক পরিমাপক যন্ত্রের নাম কি? তাপ মাপক যন্ত্রের নাম কি ? ইত্যাদি। বিভিন্ন ভৌতরাশির পরিমাপক যন্ত্র
বিভিন্ন ভৌতরাশির পরিমাপক যন্ত্র PDF
1.উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : কেসকোগ্রাফ / অক্সানোমিটার ।
2.শব্দের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উত্তর : অডিওমিটার ।
3.বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : রেনগজ ।
4.সান্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উত্তর : ভিসকোমিটার ।
5.রঙের তীব্রতা পার্থক্য পরিমাপক করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : কলোরি মিটার।
6.চোখের সমতল থেকে উচ্চতা একত্রিত কোন বক্তব্য দেখার জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র ?
উত্তর : পেরিস্কোপ যন্ত্র।
7.তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : ভোল্টামিটার ।
8.দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ল্যাকটোমিটার ।
9.প্রতিসারাঙ্ক পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : রিফ্র্যাকটোমিটার ।
10.তাপ পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ক্যালরি মিটার।
11.বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রবিশেষের সাহায্য?
উত্তর : ব্যারোমিটার।
12.গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : ম্যানোমিটার।
13.তড়িৎ এর বিভব-প্রভেদ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
উত্তর : ভোল্টা মিটার ।
14.তড়িৎ প্রবাহের দিক পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : কমিউটেটর যন্ত্র ।
15.দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রবিশেষের সাহায্যে ?
উত্তর : সেক্সস্ট্যান্ড মিটার।
16.তাপের বিকিরণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : রেডিও মাইক্রো মিটার ।
17.তড়িৎ প্রবাহের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : গ্যালভানো মিটার ।
18.বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : হাইগ্রো মিটার ।
19.দূরের বস্তুকে কাছে দেখার জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : বাইনোকুলার যন্ত্র ।
20.বর্ণালী পর্যবেক্ষক যন্ত্রের নাম কি ?
উত্তর : স্পেকস্ট্রোস্কোপ মিটার ।
21.উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : পাইরোমিটার ।
22.অতি সুক্ষ দুরত্ব এবং নির্ভুল কৌণিক দুরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : মাইক্রোমিটার ।
23.আলোক উৎসের দীপন প্রাবল্য মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : ফটোমিটার ।
24.তরলের ঘনত্ব ও প্রসারণ গুণাঙ্ক মাপার যন্ত্রের নাম কী ?
উত্তর : পিকনো মিটার ।
25.গোলকের ব্যাস মাপার যন্ত্রের নাম কী ?
উত্তর : স্ফেরোমিটার।
26.রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর : স্ফিগমোম্যানো মিটার ।
27.ত্বরণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : অক্সিলোমিটার ।
28.দৃষ্টিশক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : অপটোমিটার।
29.উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : অল্টিমিটার ।
30.বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : অ্যানিমোমিটার।
31.বিদ্যুৎ প্রবাহ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
উত্তর : অ্যামমিটার ।
32.স্থির তড়িৎ প্রবাহ মাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ইলেক্ট্রোস্কোপ যন্ত্র।
33.অতিক্রান্ত দূরত্ব মাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ওডোমিটার।
34.পরিবাহীর রোধ পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ওহমমিটার।
35.হৃদপিন্ডের গতি প্রকৃতি লিপিবদ্ধ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : কার্ডিওগ্রাফ যন্ত্র।
36.জাহাজের দিক নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
উত্তর : জাইরোকম্পাস।
37.তরলের পৃষ্ঠটান পরিমাপের জন্য কোন যন্ত্র মাপা হয় ?
উত্তর : টেনসিওমিটার ।
38.ঘূর্ণনের গতি মাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : ট্যাকোমিটার।
39.বস্তুর ভর পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : তুলা যন্ত্র।
40.বৈদ্যুতিক যন্ত্রের তাপমাত্রা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : থার্মোস্ট্যান্ড।
41.সূর্যের তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : পাইরোমিটার।
42.তড়িৎ চালক ক্ষমতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : পোটেনশিওমিটার।
43.আলোর দীপন প্রাবল্য পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ফটোমিটার।
44.জলের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : ফ্যাদো মিটার।
45.অবলোহিত আলো পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : বোলো মিটার।
বিভিন্ন ভৌতরাশির পরিমাপক যন্ত্র
46.শ্বাসনালী পরীক্ষার যন্ত্রের নাম কি ?
উত্তর : ব্রঙ্কস্কোপ।
47.বিভব-প্রভেদ নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : ভোল্ট মিটার।
48.ক্ষুদ্র বস্তুকে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় ?
উত্তর : মাইক্রোস্কোপ।
49.ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর : রিখটার স্কেল।
50.কোষ গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : সাইটোমিটার।
51.আকাশ ও মহাকাশের নীল রং এর গাঢ়ত্ব পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : সায়ানোমিটার ।
52.ভূমিকম্পের তরঙ্গ পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তর : সিসমোগ্রাফ যন্ত্র।
54.দ্রুতি পরিমাপের ব্যবহৃত যন্ত্রের নাম কি?
উত্তর : স্প্রিডোমিটার।
55.জলের খরতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : হাইড্রোটি মিটার।
56.সূর্য রশ্মির তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : হেলিওগ্রাফ যন্ত্র।
57.ভর মাপার যন্ত্রের নাম কি?
উত্তর : সাধারণ তুলা যন্ত্র।
58.ওজন মাপার যন্ত্রের নাম কি?
উত্তর : স্প্রিং তুলা যন্ত্র।
59.উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : থার্মোমিটার।
60.দিক নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : কম্পাস।
61.শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করার যন্ত্রের নাম কি?
উত্তর : সনোমিটার।
62.জলের তলায় শব্দ নিরূপণ করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর : হাইড্রোফোন।
63. তরলের চাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তর : প্রেসার গেজ।
64.পরিবাহীর রোধ পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তর : ওহম মিটার।
65.তড়িৎ শক্তি সঞ্চয় করার যন্ত্রের নাম কি?
উত্তর : ক্যাপাসিটর।
66.তেজস্ক্রিয় বিকিরণ নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : গিগার মুলার কাউন্টার।
67.কোষের তড়িৎচালক বল মাপার যন্ত্রের নাম কি?
উত্তর : পোটেনসিওমিটার।
68.বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর : ভোস্ট মিটার।
69.ইলেকট্রনিক্স এর ভিত্তি মাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ডায়ড।
70.দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর : সেক্সস্ট্যান্ড যন্ত্র ।
বিভিন্ন ভৌতরাশির পরিমাপক যন্ত্র