ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে সুরক্ষার জন্য নতুন নোটিশ জারি বিকাশ ভবনের|দেখে নিন কি বলা হলো নোটিশে |

শিক্ষা ক্ষেত্রে সুরক্ষার জন্য নতুন নোটিশ জারি বিকাশ ভবনের :-

এবার থেকে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে নিরাপত্তা আরো বেশি সু নিশ্চিত করার জন্য আবারও একধাপ এগিয়ে এল বিদ্যালয় শিক্ষা পরিষদ। আর জি কর মেডিকেল হসপিটালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার পর শিক্ষাক্ষেত্রে এবার থেকে একের পর এক নানা রকম সতর্কবার্তা জারি করল রাজ্য শিক্ষা পরিষদ।

WhatsApp Community Join Now
Telegram Channel Join Now
..

মূলত সকল ছাত্র-ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং রাজনৈতিক জটিলতা এড়িয়ে চলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 24 আগস্ট School Education কমিশনার বিকাশ ভবনে তরফ থেকে এরকমই বার্তা জনগণের উদ্দেশ্যে প্রকাশ করলেন। সেই বার্তাটি “সফলতার দিশারী”র এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা রইল। যেটা একবার হলেও আপনার অবশ্যই দেখা উচিত। (শিক্ষা ক্ষেত্রে সুরক্ষার জন্য নতুন নোটিশ জারি বিকাশ ভবনের)

শিক্ষা ক্ষেত্রে সুরক্ষার জন্য নতুন নোটিশ জারি বিকাশ ভবনের :-

ছাত্র-ছাত্রীদের সুরক্ষা এবার নতুন নির্দেশিকা জারি বিকাশ ভবনের : বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়েই শিক্ষা বহির্ভূত কোনো রকম কার্যকলাপে অংশগ্রহণ করা যাবে না এমনই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা পরিষদ। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলগুলির জন্য এই বার্তা দেওয়া হয়েছে পরিষদের তরফ থেকে। মূলত এই নতুন নির্দেশ দেওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে যে, কিছুদিন আগেই কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হসপিটালে যে মর্মান্তিক, দুঃসহ ও বেদনাদায়ক ওই মহিলা ডাক্তারের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে সেটা যেন আর পুনরাবৃত্তি না হয় তার জন্যই। পরিষদের তরফ থেকে কি কি সতর্কবার্তা জারি করা হলো রাজ্যের সমস্ত সরকারি স্কুলের জন্য সেগুলি একে একে এবার তাহলে দেখে নিন।

বিকাশ ভবনের সতর্কবার্তা রাজ্যের সমস্ত স্কুল গুলির জন্য, এক নজরে :

পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক, প্রাক মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত বিদ্যালয় বা স্কুলের ক্ষেত্রে পর্ষদের তরফ থেকে ঘোষণা করা এই নতুন নিয়ম জারি করা হবে। সেই নিয়মে নিম্নে উল্লেখিত সমস্ত বিষয়গুলি মেনে চলতে হবে এমনটাই বলা হয়েছে –

  • স্কুলে পাঠরত কোন ছাত্র-ছাত্রী রাজনৈতিক কোনো কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে না ।
  • স্কুল ক্যাম্পাসের মধ্যেও কোনো রকম রাজনৈতিক দল কিছু চলবে না। যদি নিয়মের ব্যাঘাত ঘটে তাহলে তার ওপরে সরকারি নানা রকম বাধা বিপত্তি দেখা যাবে।
  • বিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের পড়াশোনার বা ভুল শাস্তির উদাহরণ স্বরূপ কোনো রকম শারীরিক বা মানসিক আঘাত করা যাবে। এই নিয়মের যদি কোন রকম ব্যাঘাত ঘটে তাহলে ইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পর্ষদের তরফ থেকে।

(শিক্ষা ক্ষেত্রে সুরক্ষার জন্য নতুন নোটিশ জারি বিকাশ ভবনের)

কলকাতার আর জি কর মেডিকেল হসপিটালের মহিলা জুনিয়র ডাক্তার অভয়ার সঙ্গে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার প্রতিবাদে এখন গর্জে উঠেছে 8 থেকে 80 সমস্ত বয়সে মানুষেরা। এতে অবশ্যই স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ। এই ঘটনার প্রতিবাদ এখন রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশেও বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। প্রতিবাদে নেমে পড়েছে ডাক্তার, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার, গায়ক সহ আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বয়সের মানুষেরা। এখন সবার মুখে স্লোগান We Want Justice ।

আদৌ কি অভয়া সুবিচার পাবে? প্রশ্ন সবার। কেননা এই ঘটনায় দোষী ব্যক্তিদের বাঁচানোর জন্য কলকাতা পুলিশ সহ আমাদের রাজ্য সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, বলাই বাহুল্য তারা হয়তো এই ঘটনার সমস্ত তথ্য CBI কাছে হয়তো পৌঁছতেই দেবে না। তবে যাই হোক আমরা অবশ্যই চাইবো এই ঘটনায় যারা দোষী,

তাদের উপযুক্ত শাস্তি হোক এবং এর পরবর্তীকালে বাংলা কিংবা ভারতের আর কোনো মা বোনের সঙ্গে যেন এরকম ঘটনা না ঘটে সেদিকে সরকারকে সুরক্ষা দেওয়ার জন্য অবশ্যই আবেদন জানাবো। অন্তত ছাত্রছাত্রীর মৌলিক অধিকার প্রতিরক্ষা করাটা বিশেষ জরুরী, সুতরাং সেই জন্যেই পর্ষদের একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। “সফলতার দিশারী” কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরকে এই নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

বিঃদ্রঃ – এরকমই আরো নিত্যনতুন নানা ধরনের পড়াশোনামূলক ব্লগ প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এছাড়াও আমাদের Whatsapp, Telegram & Facebook গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সেখানেও আমরা নিত্য নতুন এরকমই পোস্ট প্রতিনিয়ত শেয়ার করে থাকি।

অফিসিয়াল নোটিশ :- Click Here

Hello, I am S Mondal. I am working as a Bengali Senior Content Writer & Owner in সফলতার দিশারী" and Edusucess.com Website. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us

Sharing Is Caring:

Leave a Comment