Famous Bengali Freedom Fighter : সফলতার দিশারী নিয়ে এসেছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিশিষ্ট বাঙালিদের তালিকা।
Famous Bengali Freedom Fighter

এক নজরে
যেখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিশিষ্ট প্রচুর বাঙালির নাম সহ তাদের জন্ম ও মৃত্যু তারিখ টেবিল আকারে খুব সুন্দর ও বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে ।
আরও পড়ুন : বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও তাদের উপাধিদাতা
যেটি আপনাদের নানারকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে।
সুতরাং, দেরি না করে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণটা দেখে নাও ।
স্বাধীনতা সংগ্রামে বিখ্যাত বাঙালী
বাঙালী স্বাধীনতা সংগ্রামী | জন্ম তারিখ | মৃত্যু হয়েছিল |
---|---|---|
নেতাজি সুভাষ চন্দ্র বসু | 23শে জানুয়ারি 1897 | অমীমাংসিত / মতবিরোধ রয়েছে |
সূর্য সেন | 22শে মার্চ 1894 | 12ই জানুয়ারি 1934 |
চিত্তরঞ্জন দাস | 5ই নভেম্বর 1860 | 16ই জুন 1925 |
ক্ষুদিরাম বসু | 3রা ডিসেম্বর 1889 | 11ই আগস্ট 1908 |
বিনয় বসু | 11ই সেপ্টেম্বর 1908 | 12ই ডিসেম্বর 1930 |
বাদল গুপ্ত | 1912 | 8ই ডিসেম্বর 1930 |
দিনেশ গুপ্ত | 6ই ডিসেম্বর 1911 | 7ই জুলাই 1931 |
রাসবিহারী বসু | 25শে মে 1886 | 21শে জানুয়ারি 1945 |
প্রফুল্ল চাকী | 10ই ডিসেম্বর 1888 | 2রা মে 1908 |
সত্যেন্দ্রনাথ বসু | 30শে জুলাই 1882 | 22শে নভেম্বর 1908 |
প্রীতিলতা ওয়াদেদ্দার | 5ই মে 1870 | 24শে সেপ্টেম্বর 1942 |
মাতঙ্গিনী হাজরা | 17ই নভেম্বর 1870 | 29 সেপ্টেম্বর 1942 |
অরবিন্দ ঘোষ | 15ই আগস্ট 1872 | 5ই ডিসেম্বর 1950 |
বিপিনচন্দ্র পাল | 7ই নভেম্বর 1859 | 20শে মে 1932 |
যতীন্দ্রনাথ দাস | 27শে অক্টোবর 1904 | 13ই সেপ্টেম্বর 1929 |
হেমচন্দ্র ঘোষ | 24শে অক্টোবর 1884 | 31শে অক্টোবর 1980 |
নরেন্দ্রনাথ ভট্টাচার্য | 21শে মার্চ 1887 | 25শে জানুয়ারি 1954 |
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | 10ই নভেম্বর 1884 | 6ই আগস্ট 1925 |
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় | 7ই ডিসেম্বর 1879 | 10ই সেপ্টেম্বর 1915 |
কাজী নজরুল ইসলাম | 24শে মে 1899 | 29শে আগস্ট 1976 |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | 15ই সেপ্টেম্বর 1876 | 16 জানুয়ারি 1938 |
আরও পড়ুন : ভারতের বিখ্যাত মন্দির ও তাদের অবস্থান
বিঃদ্রঃ – এরকমই আরো নিত্যনতুন নানা ধরনের পড়াশোনামূলক ব্লগ প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকলেই আমরা আরও নতুন নতুন রকমই কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা পায়।