West Bengal Chief Ministers : পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীদের নাম ও তাদের কার্যকাল 

নমস্কার বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গের 1 নম্বর পড়াশোনা ও চাকরির প্রস্তুতির ওয়েবপোর্টাল “সফলতার দিশারী” নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের এখন পর্যন্ত সমস্ত মুখ্যমন্ত্রীদের নাম ও তাদের কার্যকাল এবং কোন রাজনৈতিক পার্টি থেকে তারা মুখ্যমন্ত্রী হয়েছেন তার সম্পূর্ণ একটি PDF ।

WhatsApp Community Join Now
Telegram Channel Join Now
..

West Bengal Chief Ministers

West Bengal Chief Ministers
মুখ্যমন্ত্রীদের নাম ও তাদের কার্যকাল 

যেটা তোমাদের আগত সমস্ত ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে এবং তোমরা যদি স্কুলে পাঠরত শিক্ষার্থী হও তাহলে সেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রেও নানা রকম কাজে আসবে। (West Bengal Chief Ministers)

সুতরাং দেরি না করে অবশ্যই এই প্রতিবেদনটি একদম পুরোটা দেখে নাও। এছাড়াও প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়ে থাকবে,যাতে আমরা এরকম আরো এডুকেশনাল পোস্ট বানাতে উৎসাহী হয়ে।আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্তই কাম্য।

মুখ্যমন্ত্রীদের নাম ও তাদের কার্যকাল

নাম কার্যকাল কার্যকালের সময়সীমা রাজনৈতিক পার্টি
বিধান চন্দ্র রায়26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 196212 বছর 5 মাস 6 দিনIndian National Congress (INC)
প্রফুল্ল চন্দ্র রায়9 জুলাই 1962 থেকে 28 ফেব্রুয়ারি 19674 বছর 7 মাস 24 দিনIndian National Congress (INC)
অজয় কুমার মুখার্জি1 মার্চ 1967 থেকে 21 নভেম্বর 19678 মাস 25 দিনBangla Congress (United Front)
প্রফুল্ল চন্দ্র ঘোষ21 নভেম্বর 1968 থেকে 21 মার্চ 19693 মাসIndependent (Progressive Democraric Front)
রাষ্ট্রপতি শাসন20 ফেব্রুয়ারি 1968 থেকে 25 ফেব্রুয়ারি 19691 বছর 0 মাস 5 দিন ————————–
অজয় কুমার মুখার্জি25 ফেব্রুয়ারি 1969 থেকে 16 মার্চ 19701 বছর 0 মাস 19 দিনBangla Congress (United Front)
রাষ্ট্রপতি শাসন19 মার্চ 1970 থেকে 2 এপ্রিল 19711 বছর 0 মাস 14 দিন ————————–
অজয় কুমার মুখার্জি2 এপ্রিল 1971 থেকে 28 জুন 19712 মাস 27 দিনBangla Congress (Democratic Caolition)
রাষ্ট্রপতি শাসন29 জুন 1971 থেকে 20 মার্চ 19728 মাস 25 দিন ————————–
সিদ্ধার্থ শংকর রায়20 মার্চ 1972 থেকে 30 এপ্রিল 19775 বছর 1 মাস 11 দিনIndian National Congress (Progressive Democratic Alliance)
রাষ্ট্রপতি শাসন30 এপ্রিল 1977 থেকে 20 জুন 19771 মাস 21 দিন ————————–
জ্যোতি বসু21 জুন 1977 থেকে 5 নভেম্বর 200023 বছর 4 মাস 17 দিনCommunist Party of India (Marxist)
বুদ্ধদেব ভট্টাচার্য6 নভেম্বর 2000 থেকে 13 মে 201110 বছর 5 মাস 28 দিনCommunist Party of India (Marxist) (CPIM)
মমতা ব্যানার্জি20 মে 2011 থেকে বর্তমান13 বছরTrinamool Congress (TMC

বিঃদ্রঃ – এরকমই আরো নিত্যনতুন নানা ধরনের পড়াশোনামূলক ব্লগ প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এছাড়াও আমাদের Whatsapp, Telegram, Facebook, Instragram & Pinterest গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সেখানেও আমরা নিত্য নতুন এরকমই পোস্ট প্রতিনিয়ত শেয়ার করে থাকি।

Hello, I am S Mondal. I am working as a Bengali Senior Content Writer & Owner in সফলতার দিশারী" and Edusucess.com Website. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us

Sharing Is Caring:

Leave a Comment