দাঁতের বিভিন্ন প্রকার তালিকা | Types of Teeth and Their Functions

সফলতার দিশারী (disari.in)

WhatsApp Community Join Now
Telegram Channel Join Now
..

দাঁতের বিভিন্ন প্রকার তালিকা :

নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে নিয়ে এসেছি “দাঁতের বিভিন্ন প্রকার তালিকা” এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। কেননা আপনারা অবশ্যই জানেন যে প্রতিটা জীবের দাঁত কিন্তু আলাদা হয় গঠনগত ও কার্যগত উভয় দিক থেকেই।

মানুষের দাঁতের সঙ্গে যেমন অন্য স্তন্যপায়ী প্রাণী যেমন ধরুন হনুমান, শিম্পাঞ্জি ইত্যাদির কিছুটা হল মিল পাওয়া যায়। ঠিক তেমনি টিকটিকির দাঁত ও গিরগিটির দাঁতের মধ্যেও মিল রয়েছে বিভিন্ন দিক থেকে। কেননা এরা সবাই নিজের নিজের জীব শ্রেণীর মধ্যে নিজ নিজ বৈশিষ্ট্য নির্ধারণে সক্ষম। তার জন্য এই প্রতিবেদনে পরিবেশের প্রায় সমস্ত ধরনের দাঁতের কথায় আমরা আপনাদের সামনে তুলে ধরেছি।

যেগুলো মনোযোগ সহকারে আপনারা যদি পড়ে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের এই দাঁত সম্বন্ধে ভবিষ্যতে আর কোনরকম অসুবিধায় পড়তে হবে না। এছাড়াও এটি আপনাদের আগামী সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনলাইনে প্রস্তুতিকে ত্বরান্বিত করবে। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন বলে আমরা আশা রাখছি।

আরও পড়ুন : মানবদেহের কানের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ 

দাঁতের বিভিন্ন প্রকার তালিকা | Types of Teeth and Their Functions

এছাড়াও আপনারা আমাদের WhatsApp বা Telegram গ্রুপে যুক্ত গিয়ে থাকতে পারে। সেখানে আমরা এরকমই নিত্য নতুন মক টেস্ট ও জেনারেল নলেজ ইত্যাদির নোটস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও অব্যশই ফলো করে রাখুন www.disari.in

দাঁতের বিভিন্ন প্রকার তালিকা

দাঁতের প্রকারবৈশিষ্ট্য
অ্যাক্রডন্টএক্ষেত্রে দাঁতগুলি চোয়ালের অস্থির কিনারায় একেবারে সেঁটে থাকে, উভচর সরীসৃপ প্রাণীদের এইরকম দাঁত থাকে।
হেটারোডন্টদাঁতগুলি যখন ভিন্ন প্রকারের হয়, যেমন- কৃদক, ছেদক, পুর পেষক এবং পেশক স্তন্যপায়ীদের দাঁত এরকম।
থেকোডন্টধাতুগুলির মূল দেশ চোয়ালের গভীরে প্রোথিত থাকে, বিশেষ করে চোয়ালের অস্থির সকেটে বসানো থাকে, স্তন্যপায়ী প্রাণীদের এইরকম দাঁত
হোমোডন্টদাঁতগুলি যখন একই রকমের হয়, মাছ ও উভচর ও সরীসৃপ প্রাণীদের দাঁত একই রকম।
ডাইফিওডন্টযখন সারা জীবনে দুবার দাঁত ওঠে, দুধের দাঁত এবং স্থায়ী দাঁত, যেমন স্তন্যপায়ী প্রাণীদের দাঁত।
মনোফাইওডন্টযখন সারা জীবন ধরে একই রকমের দাঁত উপস্থিত থাকে।
প্লিউরোডন্টদাঁতগুলি যখন দুপাশ থেকে চোয়ালের রিমে সংলগ্ন থাকে, কতিপয় গিরগিটি এবং স্তন্যপায়ীদের দাঁত।
পলিফাইওডন্টযখন সারা জীবনে অনেকবার দাঁত ওঠে, যেমন - সরীসৃপ প্রাণীর দাঁত।
লোফোডন্টএসব এবং পুরুষকের শিখরে যখন এনামেলের রিচ উপস্থিত থাকে, গরু, ঘোড়া, হাতি প্রভৃতি প্রাণীর দাঁত।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
..

Hello, I am Sujoy Mondal. I am working as a Bengali Senior Content Writer & Owner in সফলতার দিশারী" Website. I have an experience of 3 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us

Sharing Is Caring:

Leave a Comment