Current Affairs in Bengali : আজকে ‘সফলতার দিশারী’ এলো 3রা নভেম্বর এর বাংলা কারেন্ট আফেয়ার্স । যেখানে গত কালের গুরুত্তপূর্ণ 10টি ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে ।
Current Affairs in Bengali

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (03/11/2024)
1.সম্প্রতি 98 বছর বয়সে মারা গেলেন কর্ণাটকের কোন প্রাক্তন বিচার ?
উত্তর : কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে এস পুট্টস্বামী।
2.Multi Commodity Exchange (MCX) কোম্পানির নতুন MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে ?
উত্তর : প্রবীণা রাই।
3.NDMC এর নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন কে ?
উত্তর : কেশব চন্দ।
4.আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত Seniors World Wrestling Championships এ মহিলাদের 59 কেজি বিভাগে ব্রঞ্চের মেডেল জিতলেন কোন ভারতীয় ?
উত্তর : মানসী আহলাওয়াত ।
5.চলতি বছর অক্টোবর মাসে কেন্দ্র সরকার মোট কত টাকা GST সংগ্রহ করেছে ?
উত্তর : 1.87 লক্ষ কোটি টাকা।
6.কতগুলি প্রদীপ জ্বালিয়ে এই দীপাবলিতে সম্প্রতি অযোধ্যা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে ?
উত্তর : 25 লক্ষ প্রদীপ।
7.Asian Arm Wrestling Cup 2024 এ জয়ী এবং রানার আপ হয়েছে কোন দেশ ?
উত্তর : জয়ী কাজাখস্তান এবং রানার আপ ভারত।
8.নবম যৌথ সামরিক মহড়া GARUD SHAKTI 24 পরিচালিত হচ্ছে কোন দুটি দেশের মধ্যে ?
উত্তর : ভারত এবং ইন্দোনেশিয়া।
9.World Agriculture Forum এর সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি কে ?
উত্তর : Dr. Jacqueline d’Arros Hughes ।
10.কর্ণাটক সরকার প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ ব্যবসা গুলির জন্য নতুন কি স্কিম চালু করেছে ?
উত্তর : Elevate 2024 ।
আরও পড়ুন :- 2রা নভেম্বর বাংলা কারেন্ট আফেয়ার্স