ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF | Indian Constitute GK Q&A

সংবিধান প্রশ্ন ও উওর : ভারতের সংবিধান একটি শক্তিশালী দলিল, যা দেশের শাসন ব্যবস্থার মূল কাঠামো ও নিয়ম প্রতিষ্ঠিত করে। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বিস্তারিত সংবিধানগুলির মধ্যে একটি এবং এতে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নির্ধারণ করা হয়েছে।

WhatsApp Community Join Now
Telegram Channel Join Now
..

ভারতের সংবিধান ২৬ জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর হয় এবং এটি 448 অনুচ্ছেদ ও 12 অধ্যায় নিয়ে গঠিত। এর মধ্যে দেশের নাগরিকদের মৌলিক অধিকার, দায়িত্ব, রাষ্ট্রের কাঠামো, বিচার ব্যবস্থার গঠন, এবং নির্বাচন ব্যবস্থা নির্ধারিত হয়েছে। এছাড়াও, সংবিধান দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ক্ষমতা ও কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে। {সংবিধান প্রশ্ন ও উওর }

ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছিল সাবেক প্রাথমিক আইন মন্ত্রীর ড. বি. আর. আম্বেডকরের নেতৃত্বে, যিনি দেশের দলিত জনগণের অধিকার রক্ষায় একটি শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন। সংবিধানে ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার অর্থ জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। {সংবিধান প্রশ্ন ও উওর }

ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF | Indian Constitute GK Q&A
Indian Constitute GK Q&A

ভারতীয় সংবিধান জানায় যে, সব নাগরিক আইনের চোখে সমান এবং তাদের মৌলিক অধিকারকে রক্ষা করা হবে। এর মধ্যে রয়েছে স্বাধীনতা, সমতার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ভাষার অধিকার এবং আরও অনেক কিছু। প্রশ্ন উঠতে পারে, ভারতের সংবিধান কে প্রণয়ন করেছিল এবং এটি কিভাবে তৈরি হয়েছিল? ভারতের সংবিধান প্রণীত হয়েছিল সংবিধান প্রণয়ন সভার মাধ্যমে, যা 1946 সালে প্রতিষ্ঠিত হয়।

এটি দীর্ঘ আলোচনা এবং সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়েছিল এবং অবশেষে 26 নভেম্বর 1949-এ অনুমোদিত হয়। পরবর্তীতে, 1950 সালের 26 জানুয়ারি এটি কার্যকরী হয়। ভারতের সংবিধান বহুমুখী এবং এটি দেশের জনগণের জন্য একটি মাইলফলক যা তাদের অধিকার ও দায়িত্বকে চিহ্নিত করে। {সংবিধান প্রশ্ন ও উওর }

Read More : প্রাচীন ভারতের বিভিন্ন রাজবংশ ও তার প্রতিষ্ঠাতা

এই সংবিধান অনুসারে, ভারত সরকার পার্লামেন্টারি সিস্টেমে পরিচালিত হয়, যার মধ্যে প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ নেতা এবং প্রধানমন্ত্রী সরকারের প্রধান। এছাড়া, রাজ্যগুলোর জন্য পৃথক আইন ব্যবস্থা এবং স্বায়ত্তশাসনের ব্যবস্থা রয়েছে। ভারতের সংবিধানে রাজ্যগুলির জন্য পৃথক অধিকার ও দায়িত্ব নির্ধারণের জন্য তিনটি তালিকা রাখা হয়েছে – ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং সমান্তরাল তালিকা।

ভারতের সংবিধান বিভিন্ন ধরনের সুরক্ষা প্রদান করে, যেমন মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এর মাধ্যমে দেশের নাগরিকরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে সক্ষম হন, এবং একই সঙ্গে দেশের নাগরিকদের মৌলিক অধিকারকে সুরক্ষা দেয়া হয়। {সংবিধান প্রশ্ন ও উওর }

ভারতের সংবিধান একটি গতিশীল দলিল, যা দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং চাহিদার সাথে তাল মিলিয়ে সংশোধিত হতে থাকে। ভারতের সংবিধান এবং এর বিভিন্ন দিক সম্পর্কে আরও জানতে “সফলতার দিশারী” ওয়েবসাইটটি একটি উৎকৃষ্ট মাধ্যম হতে পারে, যেখানে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও শিক্ষামূলক তথ্য পাবেন। সেখানে আমরা এরকমই নিত্য নতুন মক টেস্ট ও জেনারেল নলেজ ইত্যাদির নোটস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও অব্যশই ফলো করে রাখুন www.disari.in ।

ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF

1.প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে ?
উত্তর : 1951 সাল।

2.কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে ?
উত্তর : 368 নং ধারা।

3.জম্মু-কাশ্মীরের সংবিধান কার্যকর হয় কত সালে ?
উত্তর : 1957 সালের 26 জানুয়ারি।

4.কাশ্মীর চুক্তি হয়েছিল কত সালে ?
উত্তর : 1975 সাল।

5.370 ধারা প্রযোজ্য কোন রাজ্যে ?
উত্তর : জম্মু ও কাশ্মীর।

6.জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল কত সালে ?
উত্তর : 1952 সালের 26 জানুয়ারি।

7.ভারতীয় সংবিধানে বর্তমান তফসিল সংখ্যা কত ?
উত্তর : 12টি তফশিল।

8.ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে ?
উত্তর : 1 বার।

9.সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন ?
উত্তর : 5 বছর।

10.ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ?
উত্তর : 6টি মৌলিক অধিকার।

Read More : বিভিন্ন ঐতিহাসিক পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠাতা তালিকা

11.কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে ?
উত্তর : 32 ধারা।

12.ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্য একজন ভারতীয় নাগরিক কার কাছে যাবেন ?
উত্তর : সুপ্রিম কোর্ট।

13.কত সালে সম্পত্তির অধিকার কে সংবিধান থেকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় ?
উত্তর : 1978 সাল।

14.কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল ?
উত্তর : 1976 সাল।

15.সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণা উল্লেখ রয়েছে ?
উত্তর : নির্দেশমূলক নীতি।

16.কত বছর বয়সে একজন ব্যক্তির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন ?
উত্তর : 35 বছর।

17.কে সারা দেশে কিংবা কোন একটা রাজ্যে জরুরি অবস্থা জারি করতে পারেন ?
উত্তর : রাষ্ট্রপতি।

18.অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি কতজনকে লোকসভার সদস্য হিসেবে মনোনীত করতে পারেন ?
উত্তর : 2 জন ব্যক্তি কে।

19.সংবিধানিক কত ধরনের জরুরি অবস্থার সংস্থান আছে ?
উত্তর : 3 ধরনের।

20.এখন পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে ?
উত্তর : 3 বার।

Read More : ভারতের প্রাচীন ও মধ্যযুগের রাজবংশের তালিকা

21.এখনো পর্যন্ত কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে ?
উত্তর : একবারও নয়।

22.সংবিধানের কত ধারামতে রাষ্ট্রপতি কে ইমপিচমেন্ট করা হয় ?
উত্তর : 61 নং ধারা।

23.সংবিধানের কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন ?
উত্তর : 352 ধারা।

24.রাষ্ট্রপতির কার্যকাল কত সময়ের ?
উত্তর : 5 বছর।

25.কর্মরত অবস্থায় রাষ্ট্রপতির মৃত্যু হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন ?
উত্তর : উপরাষ্ট্রপতি।

26.রাজ্যসভার চেয়ারম্যান কে ?
উত্তর : উপরাষ্ট্রপতি।

27.কত সালে প্রথম ভারতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল ?
উত্তর : 1965 সালে।

28.কোনো ব্যক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রী পরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য ?
উত্তর : 6 মাস্।

29.কোন প্রধানমন্ত্রী তার কার্যকালের এক দিনও সংসদে উপস্থিত ছিলেন না ?
উত্তর : চৌধুরী চরণ সিং।

30.রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন ?
উত্তর : 250 জন।

Read More : আদিত্য L1 গুরুত্তপূর্ণ প্রশ্নোত্তর

31.রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
উত্তর: 6 বছর।

32.কে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন ?
উত্তর : রাষ্ট্রপতি।

33.কোনো বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত কে নেন ?
উত্তর : লোকসভার স্পিকার।

34.কোন বিলকে সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদনের প্রয়োজন পরে ?
উত্তর : অর্থবিল।

35.লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?
উত্তর : জে ভি মাভালংকার।

36.কে লোকসভা পরিচালনা করেন ?
উত্তর : লোকসভার স্পিকার।

37.সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকতে পারেন ?
উত্তর : 65 বছর।

38.কে রাজ্যের কার্যনির্বাহক প্রধান ?
উত্তর : রাজ্যপাল।

39.রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন ?
উত্তর : রাষ্ট্রপতি।

40.ভারতের নির্বাচন ব্যবস্থা মূলত কোন দেশের নির্বাচন ব্যবস্থা উপর ভিত্তি করে গঠিত হয়েছে ?
উত্তর : ব্রিটেন।

Read More : ভারতীয় সংবিধানের তফসিল

41.ভারতের নির্বাচন আইন অনুসারে ভোটগ্রহণের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয় ?
উত্তর : 48 ঘন্টা।

42.পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট কে ঠিক করেন ?
উত্তর : রাজ্য সরকার।

43.ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তর: হীরালাল জে কানিয়া।

44.ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন ?
উত্তর : গভর্নর জেনারেল ।

45.কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ?
উত্তর : পাঞ্জাব।

46.প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে ?
উত্তর : 1952 সাল।

47.কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কত সালে ?
উত্তর : 1964 সাল।

48.Right to Information Act চালু হয় কত সালে ?
উত্তর : 2005 সাল।

49.ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তর : সচ্চিদানন্দ সিনহা।

50.বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান কোন দেশের ?
উত্তর : ভারত ।

Read More : ভারতীয় সংবিধানের বয়সসীমা তালিকা PDF

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
..

Hello, I am S Mondal. I am working as a Bengali Senior Content Writer & Owner in সফলতার দিশারী" and Edusucess.com Website. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us

Sharing Is Caring:

Leave a Comment