ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা PDF | Rivers of India PDF Notes

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা : ভারত নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত, যেখানে অসংখ্য নদী দেশটির জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখানকার নদীগুলো শুধু ভূগোল বা পরিবেশ নয়, বরং অর্থনীতি, সংস্কৃতি ও ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই নদীগুলোর যথাযথ ব্যবস্থাপনা এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। স্বাধীনতার পর থেকেই ভারত সরকার বিভিন্ন সময় নদী ব্যবস্থাপনা ও পরিকল্পনার উদ্যোগ নিয়েছে, যাতে বন্যা নিয়ন্ত্রণ, কৃষি সেচ, পানীয় জলের সরবরাহ, জলবিদ্যুৎ উৎপাদন এবং নৌপরিবহন ব্যবস্থাকে উন্নত করা যায়।

WhatsApp Community Join Now
Telegram Channel Join Now
..

Read More : পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম উচ্চতম দীর্ঘতম PDF

নদী পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে বাঁধ নির্মাণ ও জলাধার স্থাপন। বড় বড় প্রকল্প যেমন ভাকরা নাঙ্গল, হিরাকুণ্ড, টেহরি বাঁধ ইত্যাদি নির্মিত হয়েছে যাতে জল সংরক্ষণ করে সেচের সুবিধা, বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ করা যায়। নদী সংযোগ প্রকল্পও একটি অন্যতম বড় উদ্যোগ, যার লক্ষ্য দেশের অতিরিক্ত জলসম্পদকে সঠিকভাবে ব্যবহার করে জলঘাটতি অঞ্চলে সরবরাহ করা। এই প্রকল্পের মাধ্যমে দেশের নদীগুলিকে একে অপরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে একদিকে বন্যার সমস্যা মোকাবিলা করা যায়, অন্যদিকে খরার সমস্যা থেকেও রক্ষা পাওয়া সম্ভব হয়।

কিছু নদী যেমন গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী ও কাবেরী নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে, কারণ এই নদীগুলি শুধু দেশের অর্থনীতিতেই নয়, মানুষের ধর্মীয় অনুভূতির সাথেও জড়িয়ে আছে। গঙ্গা কর্মযোজনা এবং তার পরবর্তী নামামি গঙ্গে মিশন তারই ফলশ্রুতি, যেখানে গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণ ও পুনর্জীবিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদীর জন্য বিশেষ পরিকল্পনায় emphasis দেওয়া হয়েছে নদীতীর সংরক্ষণ ও ভাঙন রোধে, কারণ উত্তর-পূর্ব ভারতে এই নদীর তাণ্ডব প্রায় প্রতি বছর বড় ক্ষতি করে।

Read More : পশ্চিমবঙ্গের GI ট্যাগ প্রাপ্ত পণ্য তালিকা PDF

নদী পরিকল্পনায় আজকাল আর শুধু বাঁধ বা জলাধার নির্মাণে সীমাবদ্ধ থাকা হচ্ছে না। এখন পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন কৌশলের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন নদী পুনরুদ্ধার প্রকল্পে নদীর প্রাকৃতিক প্রবাহ বজায় রাখার চেষ্টা চলছে, নদীতীরভূমির সংরক্ষণ, নদীপ্রবাহের মধ্যকার জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীকে অংশীদার করা হচ্ছে। ভারতের নদী ভিত্তিক পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টিকেও মাথায় রাখা হচ্ছে, কারণ ঋতুর অনিয়মিত আচরণ, বরফগলা এবং বৃষ্টির বৈচিত্র্য সরাসরি নদীর আচরণকে প্রভাবিত করছে। বর্তমানে আরও একটি নতুন ধারণা এসেছে ‘নদী নীতির’ মাধ্যমে সামগ্রিক ব্যবস্থাপনা। এই নীতিতে নদীকে একটি জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেমন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উচ্চ আদালত গঙ্গা ও যমুনাকে জীবন্ত সত্তা ঘোষণার মাধ্যমে নদী রক্ষার নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে।

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা PDF | Rivers of India PDF Notes
Rivers of India PDF Notes

ভারতের নদী পরিকল্পনায় এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন নদী দূষণ, জমি দখল, অবৈধ বালি উত্তোলন, নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন ইত্যাদি সমস্যা। নদী পরিকল্পনার সাফল্যের জন্য কেবল প্রযুক্তিগত সমাধান যথেষ্ট নয়, এর সঙ্গে দরকার প্রশাসনিক স্বচ্ছতা, বিজ্ঞানসম্মত গবেষণা, স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং নদীকে সম্মানের সাথে দেখার মানসিকতা। একমাত্র তখনই ভারতের নদীগুলি প্রকৃত অর্থে প্রাণ ফিরে পাবে এবং দেশের ভবিষ্যৎ আরও সুস্থ, সবল ও টেকসই হয়ে উঠবে।

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা

নদী পরিকল্পনাকোন দুটি নদীর ওপর অবস্থিতকোন রাজ্যে অবস্থিত
ফারাক্কা প্রকল্পগঙ্গা নদীপশ্চিমবঙ্গ
ভাকরা নাঙ্গাল প্রকল্পশতদ্রু নদীহিমাচলপ্রদেশ
দামোদর উপত্যকা প্রকল্পদামোদর নদপশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড
তেহরি বাঁধভাগীরথী নদীউত্তরাখণ্ড
ময়ূরাক্ষী প্রকল্পময়ূরাক্ষী নদীপশ্চিমবঙ্গ
তুঙ্গভদ্রা প্রকল্পতুঙ্গভদ্রা নদীকর্ণাটক
কোশী প্রকল্পকোশী নদীবিহার
গণ্ডক পরিকল্পনাগণ্ডক নদীবিহার
রিহান্দ প্রকল্পগোবিন্দবল্লভপন্থ সাগর জলাধারউত্তরপ্রদেশ
ভীমা প্রকল্পপবন নদীমহারাষ্ট্র
নিজাম সাগর প্রকল্পগোদাবরী, মনজরা নদীতেলেঙ্গানা
কৃষ্ণা প্রকল্পকৃষ্ণা নদীতেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ
কংসাবতী প্রকল্পকংসাবতী ও কুমারী নদীপশ্চিমবঙ্গ
চম্বল উপত্যকায় প্রকল্পচম্বল নদীমধ্যপ্রদেশ এবং রাজস্থান
হিরাকুদ প্রকল্পমহানদীওড়িশা
রামগঙ্গা প্রকল্পগঙ্গা নদীউত্তরপ্রদেশ
নাগার্জুন সাগর প্রকল্পকৃষ্ণা নদীতেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ
ইদুক্কি প্রকল্পপেরিয়ার নদীকেরালা
শরাবতী হাইডেল প্রজেক্টকর্নাটকের শরাবতী নদীর যোগ কর্ণাটক
কার্জন প্রকল্পকার্জন নদীপশ্চিমবঙ্গ
সালাল প্রকল্পজম্বু ও কাশ্মীরতামিলনাড়ু
ঘাটপ্রভা প্রকল্পঘাটপ্রভা নদীমহারাষ্ট্র
ভদ্রা প্রকল্পভদ্রা নদীকর্নাটক
মালপ্রভা প্রকল্পমালপ্রভা নদীকর্নাটক
হাসদেও বঙ্গ প্রকল্প হাসদেও নদীছত্তীসগড়
তাওয়া প্রকল্পতাওয়া নদীমধ্যপ্রদেশ
কাকড়াপাড়া প্রকল্পতাপ্তি নদীপশ্চিমবঙ্গ
পানামা প্রজেক্টপানামা নদীমধ্যপ্রদেশ
উকাই প্রকল্পতাপ্তি নদীগুজরাট
পোঙ্গ বাঁধবিপাশা নদীহিমাচলপ্রদেশ
টাটা হাইডাল স্কিমভীমা নদীহিমাচলপ্রদেশ
পচামপাদ প্রকল্পগোদাবরী নদীগুজরাট
মেণ্ডি প্রকল্পবিপাশা নদীহিমাচলপ্রদেশ
জয়াক্বাদি প্রকল্পগোদাবরী নদীমহারাষ্ট্র

Read More : বিভিন্ন দেশের জাতীয় পশু PDF

Hello, I am S Mondal. I am working as a Bengali Senior Content Writer & Owner in সফলতার দিশারী" and Edusucess.com Website. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us

Sharing Is Caring:

Leave a Comment